লোকসভা ভোটের মধ্যে শুক্রবার দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওযালের জামিন মঞ্জুর করেছে আদালত। কেজরিওয়ালের জামিনে মুক্তির এই খবরে নিজের খুশি প্রকাশ করে টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে টুইটে অরবিন্দ কেজরিওয়ালের জামিন সম্পর্কে মমতা লিখেছেন, “অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। এটা দেখে আমি খুব খুশি। বর্তমান নির্বাচনের প্রেক্ষাপটে এটা খুবই জরুরি ছিল।” গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় রাজধানীর মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। ভোটের মুখে এভাবে একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের নিন্দায় তখনই সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে দীর্ঘ ৫১ দিন আইনি লড়াইয়ের পর শুক্রবার কেজরিওয়ালের অন্তর্বতী জামিনের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিমকোর্ট।