কলকাতা

জেলাশাসকদের সঙ্গে বৈঠক রাজ্যের নয়া মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের

দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই তৎপর রাজ্যের নয়া মুখ্যসচিব বিপি গোপালিকা ও নয়া স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। সোমবার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন নব নিযুক্ত মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। সোমবারের ভার্চুয়াল বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসনকে একাধিক তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন রাজ্য প্রশাসনের দুই শীর্ষ আমলা। সোমবার বেলা ১টা থেকে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক শুরু করেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথা রেখে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ‘স্পেশাল সামারি রিভিশন’ নিয়ে একদিকে যেমন আলোচনা হয়েছে, তেমনই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইন নম্বরে আসা বিভিন্ন অভাব-অভিযোগ দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, রাজ্য প্রশাসনের শীর্ষমহল প্রকল্পগুলির দ্রুত রূপায়নণের উপর সব থেকে বেশি জোর দিয়েছে বলে জানা গিয়েছে।  সূত্রে খবর, সোমবারের বৈঠকে নয়া মুখ্যসচিব জেলাশাসকদের জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যে কোনও সময় জেলায় জেলায় সফর শুরু করতে পারেন। কোন প্রকল্পগুলির উদ্বোধন ও কোন প্রকল্পগুলি শিলান্যাস করা হবে, তার তালিকা তৈরির করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।