দলের নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হয়ে পুরভোটে দাঁড়িয়েছেন তাঁরা। এমনকী তাঁরা ভোট প্রচারে ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। ব্যবহার করা হচ্ছে তৃণমূল দলের নামও। এই অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার পাঁচ নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল। সোমবার এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, দক্ষিণ ২৪ পরগণার রাজপুর-সোনারপুর ও বারুইপুর পুরসভার পাঁচ নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হল। আগামি দিনে তাঁরা যদি তৃণমূল কংগ্রেস কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে প্রচার চালান তাঁদের বিরুদ্ধে দল আইনি ব্যবস্থা নেবে। একইসঙ্গে এদিন জানানো হয়, যদি এই পাঁচ জন আগামী ২৪ ঘন্টার মধ্যে লিফলেট বিলি করে নিজেদের ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার চালান, সেক্ষেত্রে দল বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ ও জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী এবং বিধায়ক সওকত মোল্লা।