কলকাতা

সিবিআইয়ের পাশাপাশি কয়লা পাচারের তদন্তে ‘সিট’ গড়ল নবান্ন

কয়লা কেলেঙ্কারির সূত্রে পৌঁছতে এবার কোমর বেঁধে নামছে রাজ্যও! ইতিমধ্যে কয়লা পাচার-কান্ডের তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও আলাদা ভাবে একটি তদন্ত করছে। এবার ইসিএলের ৩৩ মামলায় আবার আলাদাভাবে সিট গঠন করল নবান্ন। এবার তদন্তে নামছে সিআইডি। রাজ্য সরকারের নির্দেশে তৈরি হয়েছে স্পেশাল টিম (SIT)। শুক্রবার আসানসোল যাচ্ছে সিআইডি-র উচ্চ পর্যায়ের একটি দল। সিআইডি সূত্রে খবর, দলমত নির্বিশেষে কাউকেই ছাড়া হবে না এই তদন্ত ও তল্লাশিতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি রাজ্য পুলিশের এই তদন্ত যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, রাজনৈতিকভাবেও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল।