কলকাতা

আগামী মঙ্গলবার থেকে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন

সাজছে তিলোত্তমা। মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হচ্ছে দু’দিনের সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে উৎসবের মুড সবে কাটিয়ে ওঠা কলকাতার রাজপথ সেজে উঠছে। কলকতার রাস্তার ডিভাইডারগুলিতে রঙ করার কাজ চলছে, খারাপ হয়ে যাওয়া রাস্তা মেরামতের কাজও চলছে। শহরের বিভিন্ন প্রান্তে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বড় হোর্ডিং পড়়েছে। অতিথিদের স্বাগত জানাতে বিশেষ পোস্টারও লগানো হচ্ছে। বাংলায় বিনিয়োগ আনার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ২০১৫ সাল থেকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু করেন। প্রতিবার বিশ্বের বিভিন্ন দেশের প্রথমসারির শিল্পপতি, উদ্যোগপতি, স্টার্টআপ ব্যবসায়ীরা বাংলায় এসে বঙ্গ বাণিজিয সম্মেলনে যোগ দেন। এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান, স্পেন, জার্মানি, লুক্সেমবার্গ সহ ২০টি দেশের শিল্পপতিরা।