লোকসভা নির্বাচনের সময়ে বারবার উত্তপ্ত হতে দেখা গিয়েছে নন্দীগ্রামকে ৷ নির্বাচন-পরবর্তী সময়ে নন্দীগ্রাম থেকে ভোট পরবর্তী হিংসার খবরও এসেছে একাধিকবার । পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে নয়া পদক্ষেপ নিল রাজ্য সরকার৷ নন্দীগ্রাম থানাকে ভেঙে 3টি পৃথক থানা তৈরি করা হচ্ছে । নবান্ন সূত্রে এমনটাই খবর । সূত্রের খবর, নন্দীগ্রাম মূল থানা ছাড়াও রেয়াপাড়া এবং তেখালি, দুটি নতুন থানা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন । এছাড়াও তৈরি হচ্ছে দুটি আউটপোস্টও । রামচক এবং সোনাচূড়া, এই দুই জায়গায় রাজ্য পুলিশের নতুন আউটপোস্ট তৈরি হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর । ফলে শুধু নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রেই থাকছে তিনটি থানা এবং দুটি আউটপোস্ট । রাজ্যের স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, নন্দীগ্রামে শান্তি স্থাপনের জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে রাজ্য ।