আদালত যখন সরকারি কর্মচারীদের ডিএ তথা মহার্ঘভাতা আগামী তিন মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, তখন রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চম অর্থ কমিশন গঠন করা হল । বিশিষ্ট অর্থনীতিবিদ তথা আইএসআই-এর প্রাক্তন অধ্যাপক ডা. অভিরূপ সরকারকে এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে । অর্থ দফতরের প্রধান সচিব মনোজ পন্থের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে তিনি ছাড়াও আছেন, প্রাক্তন আইএএস আধিকারিক বর্ণালী বিশ্বাস, অবসরপপ্রাপ্ত আইএএস আধিকারিক স্বপনকুমার পাল, প্রাক্তন ডব্লিউবিসিএস আধিকারিক আশিসকুমার চক্রবর্তী ও রুমা মুখোপাধ্যায় । এই চারজনের মধ্যে স্বপনকুমার পাল কমিশনের সচিব হিসেবেও কাজ করবেন । কমিশনের কার্যকালের মেয়াদ থাকছে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত । এই অর্থ কমিশনের দায়িত্ব থাকছে রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পৌরসভাগুলির মধ্যে করসংক্রান্ত বিষয়গুলির পুনর্মূল্যায়ণ করা । আগামী 6 মাসের মধ্যে সেই সম্পর্কিত রিপোর্ট রাজ্য সরকারের কাছে পেশ করবে কমিশন ।