কলকাতা

পুজোর আগে থেকে ২২ মার্চের মধ্যে রাজ্যে ৩২ হাজার শিক্ষক নিয়োগ

রাজ্যে হতে চলেছে শিক্ষক নিয়োগ। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( ঘোষণা করেন, রাজ্যে ৩২ হাজার শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। চলতি অর্থবর্ষ মানে ২০২২ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে নিয়োগ হবে ৩২ হাজার শিক্ষকের। তার মধ্যে পুজোর আগে হবে সাড়ে ২৪ হাজার নিয়োগ। পুজোর আগে প্রাথমিকের জন্য ১০ হাজার, উচ্চপ্রাথমিকে ১৪ হাজার জন শিক্ষকের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র। আরও সাড়ে ৭ হাজার নিয়োগ পুজোর পরে, মার্চের মধ্যে নিয়োগ হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেন, ”মেধার ভিত্তিতেই এই নিয়োগ হবে। কোনও লবির ব্যাপার নেই। মেধাতালিকা অনুযায়ী সবাইকে ডাকা হবে। এই ক্ষেত্রে মেধাই হবে মাপকাঠি, অন্য কিছু নয়। এতদিন আদালতে মামলা ছিল বলে বিষয়টা আটকে ছিল বলে তিনি জানান।” অর্থাৎ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে স্বজনপোষণ বা দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছিল, তা এককথায় পরোক্ষেভাবে খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী। 

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/209671071017784