কলকাতা

শিক্ষার পর এবার শিল্প, ফের স্কচ অ্যাওয়ার্ডে সম্মানিত বাংলা

শিক্ষার পর এবার শিল্প ৷ ফের ‘স্কচ অ্যাওয়ার্ড’য়ে সম্মানিত রাজ্য ৷ শিল্প বান্ধব পরিবেশ অর্থাৎ ইজ অফ ডুয়িং বিজনেসের জন্য রাজ্য এই সম্মান পাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “গর্বের সঙ্গে জানাচ্ছি স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট ২০২১ এ ইজ অফ ডুইং বিজনেসে বাংলা সেরা হয়েছে ৷ আগামী ১৮ জুন নয়াদিল্লিতে রাজ্যের হাতে ‘স্টার অফ গভর্নেন্স’ পুরস্কার তুলে দেওয়া হবে ৷” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে ১০০টি নতুন যে অনলাইন পরিষেবা শুরু হয়েছে, ৫০০টি শিল্প সংক্রান্ত সমস্যার সমাধানে যে নীতি নেওয়া হয়েছে তার জন্য রাজ্যকে এই সম্মান দেওয়া হচ্ছে ৷ এর আগে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য স্কচ পুরস্কার পেয়েছিল রাজ্য ৷ এবার সেই তালিকায় যুক্ত হল শিল্প ক্ষেত্রও ৷