কলকাতা

রাজ্য পুলিশে প্রচুর মহিলা নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য পুলিশের বিভিন্ন পদে নিয়োগ করতে চলেছে সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কোন কোন পদে নিয়োগ করা হবে তা চূড়ান্ত করা হয়। এদিন সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে মোট ২০২০ জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। তার মধ্যে ১৪২০ জন উইনার্স বিভাগে,  ৬০০ জনকে গোয়েন্দা বিভাগে এবং ১০৫ জন মহিলাকে স্পেশাল হোমগার্ড হিসেবে জঙ্গলমহলে নিয়োগ করা হবে।  এর মধ্যে ৪৮ টি শূন্যপদে প্রাক্তন মাওবাদীদের নেওয়া হবে।  বাকি পদে মাওবাদী পরিবারের ছেলে মেয়েদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বরাবরই মুখ্যমন্ত্রী মহিলাদের স্বাবলম্বী হওয়ার কথা বলেন।  রাজ্যের মহিলারা যাতে উপার্জন করতে পারেন, সে কথা সব সময় বলেছেন।  মহিলাদের কাজের সুযোগ করে দিয়েছেন রাজ্যের বিভিন্ন দফতরে।  সার্বিকভাবে মহিলা সুরক্ষার দিকে নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  একাধিক প্রকল্প চালু করেছেন মহিলাদের জন্য।  এবার মহিলাদের জন্য বিপুল কর্মসংস্থান রাজ্যে।  মহিলা কনস্টেবল পদে একসঙ্গে নিয়োগ হতে চলেছে দুই হাজার কুড়ি জন মহিলা। আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যে এগিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী।