উত্তরবঙ্গে এবছর ৫ দিন দেরিতে বর্ষা ঢুকেছে। তবে বর্ষা প্রবেশের পর থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি রয়েছে। উত্তর ভিজলেও এখনও পুড়ছে দক্ষিণবঙ্গ। তবে এরই মাঝে আবার উত্তরবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হবে। অপরদিকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি (৭০ থেকে ২০০ মিলিমিটার) হতে পারে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে বিকেলের পর এই জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হবে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামিকাল অতিভারী বৃষ্টি (৭০ থেকে ২০০ মিলিমিটার) হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে বিকেলের পর এই জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৯ থেকে ২১ জুন বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে। যদিও ১৮ জুন অবধি দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তিকর অবস্থা জারি থাকবে। আগামী রবিবারের (১৮ জুন) পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু ১৮ জুন পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাংলায় পা রাখলেও, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আপাতত মালদার ওপর থমকে আছে। ১৮-২১ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু । পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ১৮ জুন পর্যন্ত। এদিকে, ১৯ জুন পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধস হতে পারে। উল্টোদিকে, আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গুমোট গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বাকি জেলাতেও চরম অস্বস্তিকর আবহাওয়া গরম বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ কোথাও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে রবিবার পর্যন্ত।প্রসঙ্গত, গত সোমবারই বাংলায় পা রেখেছে বর্ষা। ইতিমধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এখনও।