কলকাতা

রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টি, বাড়বে তাপমাত্রা

রবিবার কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা ,হাওড়া, হুগলি এইসব জেলায় থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে। তবে বাঁকুড়া ,ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এইসব জেলাতে তাপপ্রবাহ বইবে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন, মঙ্গলবার থেকে আকাশ আবার পরিষ্কার হয়ে যাবে ।ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। বাড়বে গরম । আগামী সপ্তাহের সোমবার থেকেই জলপাইগুড়ি, কোচবিহার ,দার্জিলিং, কালিম্পং ,আলিপুর দুয়ার এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে আগামী সপ্তাহে বর্ষার মরশুম প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে।আজ সাউথ ওয়েস্ট মনসুন কভার করেছে নর্থ বেঙ্গল আসামের ধুবুরী পর্যন্ত ।কন্ডিশন খুবই ফেবরেবল। আগামী ৪৮ ঘণ্টাতে মোস্ট পার্ট অফ নর্থ বেঙ্গল সাম পার্টস অফ সিকিমে বর্ষা ঢোকার সম্ভাবনা থাকছে। সেই সাথে একটি লো পেশার এরিয়া রয়েছে। যার অবস্থান হচ্ছে নর্থ ইস্ট বে অফ বেঙ্গল আর জয়নিং সাউথ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ ও নর্দান পার্ট অফ মায়ানমার । এই লো প্রেসার এরিয়াতে প্রচুর ক্লাউড মাস্ক রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই ক্লাউড মাস্কগুলো মায়ানমার এবং বাংলাদেশের দিকে চলে যাবে। আমাদের রিজিএনএ আসার কোন চান্সেস নেই। ফলে আজ এবং আগামীকাল মোটামুটি সাউথ বেঙ্গলে মেঘলা আকাশ থাকবে ।তার সঙ্গে আজ মুর্শিদাবাদ, নদীয়া ,নর্থ ২৪ পরগনা ,পুরুলিয়া , বাঁকুরাতে থান্ডাশ্রাম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে। এবং আগামীকাল thunderstrom অ্যাক্টিভিটি থাকবে নর্থ সাউথ ২৪ পরগনা, কলকাতা ,হাওড়া হুগলি ,নদীয়াতে। বীরভূম ও মুর্শিদাবাদ চান্সেস রয়েছে ।এই এরিয়া গুলোতেম অ্যাক্টিভিটি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে । সোমবার থেকে টেম্পারেচার রাইস করবে। আকাশ পরিষ্কার হবে। নর্থ বেঙ্গলে আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার সাথে কোচবিহার আলিপুরদুয়ারে কোথাও কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে এরিয়াতে বৃষ্টিপাত বাড়বে । নর্থবেঙ্গলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ।কোচবিহার, আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কারণ হিসেবে যদি বলা হয় আগামী ৪৮ ঘন্টা মনসুর ঢুকে যাবে নর্থ বেঙ্গলে।কলকাতার ক্ষেত্রে মেঘলা আকাশ আজ এবং কাল । বৃষ্টি এবং থান্ডারস্টাম অ্যাক্টিভিটি চান্সেস রয়েছে আজ কুড়ি শতাংশ এবং আগামীকাল ৫০ থেকে ৬০ শতাংশ চান্সেস রয়েছে thunderstorm অ্যাক্টিভিটি এবং বৃষ্টিপাতের। আজ কোথাও কোন হিট ওয়েব সতর্কতা নেই। কাল থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান , ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো তাপমাত্রা বাড়বে।