দেশ

বারবার ল্যান্ডফলের অবস্থান বদলাচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়!

ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি হবে এই সাইক্লোনের। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত ঘূর্ণিঝড় বিপর্যয় পূর্ব-মধ্যে আরব সাগরে অবস্থা করছে। ধীরে ধীরে সেটি উত্তর-উত্তর পূর্ব অবস্থানের দিকে যাবে। IMD জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপর্যয় শক্তি বাড়িয়ে উত্তর, উত্তর-পশ্চিম অবস্থানের দিকে যাবে। সেই সময়ে ঘূর্ণিঝড়টির শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে।ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের জেরে গোয়া, গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। মোতায়েন করা হয়েছে এনডিআরএফ টিমও।  মৎস্যজীবীদের সতর্ক করার পাশাপাশি গুজরাতের বিখ্যাত Tithal সমুদ্র তীর পর্যটকদরে জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কোথায় হবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এখনও এ বিষয়ে অস্পষ্টতা রয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড়ের জেরে সতর্ক রয়েছে পাকিস্তানও। সেই দেশের সিন্ধ, বালচিস্তান-সহ একাধিক এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।