কলকাতা

আগামী ৫দিন রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির এবং একটা কি দুটো জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায়। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিকেল বা রাতের দিকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে থান্ডারস্ট্রম এক্টিভিটি হতে পারে।কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রি ঘরে থাকবে। এর থেকে আর ঊর্ধ্বমুখী হবে না তাপমাত্রা। উত্তরবঙ্গে প্রথম ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে মালদা এবং দুই দিনাজপুর জেলায়। ৪৮ ঘন্টা পর থেকে একটু কমবে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং কলকাতায় বজ্রবিদ্যুতের পরিস্থিতি থাকবে এবং দক্ষিণবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে ।যার ফলে সকালে আদ্রতা জনিত অস্বস্তি থাকবে তবে রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার পর স্বস্তি মিলবে । তবে তাপমাত্রার আর বৃদ্ধি পাবে না যা বেড়ে যাওয়ার বেড়ে গেছে। আগামী ৫-৬দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির একই পরিস্থিতিতে থাকবে।