কলকাতা

আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগ

দক্ষিণবঙ্গের জন্য আগামী ২৪ ঘণ্টায় মেঘলা আকাশ থাকবে । হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। দু এক জায়গায়  বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর সাথে কোথায় কোথায় আবার দমকা হাওয়া বইবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টাতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারি ধরনের মধ্যেই থাকবে। বাংলাদেশ সহ সংলগ্ন আমাদের যে জেলাগুলো রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া ,পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, সেই সাথে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে তুলনামূলক বৃষ্টিপাত বেশি থাকবে। এরসাথে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং অন্যান্য জেলা গুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। ২০/২১ মার্চ নাগাদ বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারির মধ্যেই থাকবে । দমকা হওয়ার সম্ভাবনা থাকছে ।এই পরিস্থিতির উন্নতি হবে ২২ মার্চ থেকে । ২২ তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু দক্ষিণবঙ্গের জন্য ২২ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে। ২৩ মার্চ অর্থাৎ আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গে। ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা গড়ে দুই থেকে চার ডিগ্রী। লকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ থাকবে ।হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত থাকছে। মাঝেমধ্যে দমকা হাওয়াও থাকবে এবং এটা আগামী দু-তিন দিন কন্টিনিউ করবে। মোটামুটি ২১ মার্চ অব্দি এ রকমই থাকবে ।২২ মার্চ থেকে কলকাতার ক্ষেত্রেও আবহাওয়া উন্নতি হবে। তবে হয়তো হালকা বৃষ্টি থাকতে পারে । ২৩ মার্চ থেকে কলকাতার ক্ষেত্রে শুষ্ক ওয়েদার থাকবে।তাপমাত্রা দক্ষিণবঙ্গের জন্য আগামী দু’দিন কম থাকবে। যেহেতু মেঘলা আকাশ রয়েছে ।২১ মার্চের পর থেকে তাপমাত্রা একটু বাড়তে থাকবে ২ থেকে ৪° মত। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘন্টায় মালদা ,দুই দিনাজপুর ,কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে । দু -এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ।সেই সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে ২০ এবং ২১ মার্চ। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা গুলো বিশেষ করে দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২২ মার্চ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে।