শীতে কাঁপছে গোটা রাজ্য। কনকনে উত্তুরে হাওয়ার দাপটে নামছে তাপমাত্রার পারদ। শীতের এই মারকাটারি ব্যাটিং অব্যাহত থাকবে আজ, বৃহস্পতিবারও। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির আশপাশে নেমে আসতে পারে। কাল-পরশুও তাপমাত্রার এই অধোগতি বজায় থাকবে। ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে ৮ জানুয়ারি নাগাদ। বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রা (Temperature) নামল ১৩ ডিগ্রির নীচে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি কম। চলতি শীতের মরসুমে এই প্রথম কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে নেমেছে। গত ১৭ ডিসেম্বর শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। এই পর্যন্ত এই মরসুমে ওইদিনটি ছিল মরসুমের শীতলতম দিন। কিন্তু বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙেছে। এদিন প্রদ নামল ১২ ডিগ্রির ঘরে। বৃহস্পতিবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাজ্যের সর্বত্র কনকনে শীতের আমেজ নিতে পারবেন শীত বিলাসীরা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। আগামী ২৪ ঘন্টা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন কলকাতা-সহ রাজ্যে শীত বজায় থাকবে। চলতি সপ্তাহের শেষের দিকে ঝাড়খণ্ড লাগোয়া বাংলার জেলাগুলিতে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমাঞ্চলের কিছু জেলায় তাপমাত্রা ৯ এর ঘরে থাকবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা আরও কমবে। যা রবিবার পর্যন্ত জারি থাকবে। তবে ৯ জানুয়ারি থেকে রাজ্যে ফের তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। প্রসঙ্গত বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস।