কলকাতা

বড়দিনের রাত থেকে রাজ্যে কমবে ঠান্ডার প্রকোপ

২৫ ডিসেম্বর রাত থেকে বঙ্গে ঠান্ডার প্রকোপ কমবে । সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি, বৃদ্ধি পাবে, আগামী রবিবার থেকে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, আগামী পাঁচ দিন বঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে কুয়াশার প্রকোপ বৃদ্ধি পাবে । বর্তমানে যে শীতের আমেজ রয়েছে সেটাও উধাও হবে বড়দিনে। বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে সাগরে। এর ফলে বড় দিনে আরো বাড়বে তাপমাত্রা।