কলকাতা

আজ মরশুমের শীতলতম দিন!

আরও নামল পারদ।  আজ এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। কলকাতায় রাতের তাপমাত্রা নামল ১৪.৪ ডিগ্রিতে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে ২৪.৬ ডিগ্রি। উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রে তেমন কোনও বাধা না থাকায় হু হু করে নামছে পারদ। শুধু তাই নয়, পারাপতনে উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে দক্ষিণের জেলাগুলি। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুরে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল। শুক্রবার পুরুলিয়ায় পারদ নেমে গিয়েছিল ৯ ডিগ্রিতে। আগামী বুধবার পর্যন্ত এই ট্রেন্ড বজায় থাকবে।হাওয়া অফিস বলছে পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন শীতের দাপট একই রকম বজায় থাকবে। পারাপতন অব্যাহত থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূমের মতো জেলাগুলিতে। দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও বড়সড় পারাপতন দেখা যাবে রাতে।  তবে বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার কিছুটা পরিবর্তনের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।  হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। সিকিমেও কুয়াশার প্রভাব। কুয়াশার বেশি সম্ভাবনা পার্বত্য জেলা ও কোচবিহারে। তুষারপাত ও হালকা বৃষ্টির পর উত্তরবঙ্গের তাপমাত্রা এবার ক্রমশ  নিম্নমুখী। সমতলের জেলাগুলিতে মঙ্গল বুধবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে।

কুয়াশা থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কুয়াশা। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে ভোর বেলায় কুয়াশার সম্ভাবনা। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশের কিছু অংশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে চলে আসবে। কোথাও কোথাও ৬ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। বৃষ্টির সম্ভাবনা গোয়া, কঙ্কন, কেরালা, তামিলনাডু, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি, মাহে, কারাইকালে।