প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ফের হাসপাতালে বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ। জানা গিয়েছে, গত তিনদিন ধরে দক্ষিণ কলকাতার একটা নার্সিংহোমে তিনি ভর্তি রয়েছেন। মঙ্গলবার তাঁর রক্তচাপ আচমকাই কমে যায়। চিকিত্সকেরা তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সাহিত্যিক রয়েছেন গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট, পালমোনোলজিস্ট, নেফ্রোলজিস্ট ও কার্ডিওলজিস্টদের পর্যবেক্ষণে। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রবীণ এই সাহিত্যিকের শ্বাসকষ্ট ছাড়াও মুত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে। সমস্যা রয়েছে লিভার এবং কিডনিতেও। এর আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এ দফাতেও তাঁর করোনা পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট নেগেটিভ আসে। শারীরিক সমস্যার পাশাপাশি বয়সজনিত কিছু সমস্যাতেও ভুগছেন বুদ্ধদেব গুহ। রয়েছে দৃষ্টিশক্তির সমস্যা। দেহে অ্যামোনিয়ার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি। হাসপাতাল সূত্রে খবর, দেহে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে প্রতি মিনিটে বুদ্ধদেব গুহকে দু লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে। চলতি বছর এপ্রিলে প্রবীণ এই সাহিত্যিক করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রথমদিকে তাঁকে শহরের একটি হোটেল নিভৃতবাসে রাখা হলেও পরবর্তীকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। প্রায় একমাসের বেশি সময় হাসপাতালে ছিলেন। করোনায় আক্রান্ত হয়েছিলেন সাহিত্যিকের কন্যা ও গাড়ির চালক।