ক্রাইম

বেঙ্গালুরুতে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন মায়ের প্রেমিকের

 প্রেমের জন্য চরম মাশুল গুনতে হল এক মা-কে। মায়ের সম্পর্কের মাশুল জীবন দিয়ে চোকাল একরত্তি। প্রেমিকার ৩ বছরের মেয়েকে ধর্ষণের পর খুন করার অভিযোগ উঠেছে এক ব্য়ক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।  অভিযোগ, বাড়িতে প্রেমিকা মানে ওই শিশুর মা-র না থাকার সুযোগ নিয়ে ফাঁকা ঘরে ৩ বছরের একরত্তিকে বার বার ধর্ষণ করে অভিযুক্ত। তারপর তাকে খুন করে। ওই শিশুর মা একটি পোশাক তৈরির কারখানায় কাজ করেন। মেয়েকে নিয়ে একাই থাকতেন তিনি। অভিযুক্তের সঙ্গে প্রায় এক বছরের উপর ধরে সম্পর্কে ছিলেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।