কলকাতা

আগামীকাল থেকে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

আগামীকাল, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন(BGBS)। উপস্থিত থাকতে পারেন মুকেশ আম্বানি, সঞ্জীব গোয়েনকার মতো দেশের প্রথমসারির শিল্পপতিরা। বিদেশ থেকেও আসছেন প্রতিনিধিরা।  রাজ্যের পাখির চোখ আরও বিনিয়োগ, কর্মসংস্থান। এবছর এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকেই। সেপ্টেম্বরে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। স্রেফ বিদেশি শিল্পপতিদের সঙ্গে বৈঠক নয়, স্পেনের মাদ্রিদে বাণিজ্য় সম্মলনে রাজ্যের তৃতীয় ইস্পাত কারখানার তৈরির কথা ঘোষণা করেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। প্রতিবছরের যেমন হয়, এবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অনুষ্ঠিত হবে নিউটাউনের কনভেনশন সেন্টারে।