দেশ

রাজস্থানে নতুন মুখেই আস্থা রাখল বিজেপির শীর্ষনেতৃত্ব, মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজনলাল শর্মা

রাজস্থানে নতুন মুখেই আস্থা রাখল বিজেপির শীর্ষনেতৃত্ব। প্রথমবার জিতে আসা বিধায়ক ভজনলাল শর্মাকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হল। তবে এখানেই শেষ নয়, উপ মুখ্যমন্ত্রী হিসাবে দুজনকে বেছে নিয়েছে বিজেপি। তাদের মধ্যে একজন হলেন দীয়া কুমারি এবং অন্যজন হলেন প্রেমচাঁদ বৈরওয়া। ছত্তিশগড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং, মধ্যপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পর এবার রাজস্থানে বসুন্ধরা রাজের জমানাতেও ইতি টেনে দিল বিজেপি। মঙ্গলবার জয়পুরের সর্দার প্যাটেল মার্গে বিজেপির রাজ্য দপ্তরে বিজয়ী সদস্যদের নিয়ে বৈঠক হয়। সেখানেই নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ব্রাক্ষ্ণণ নেতা ভজনলাল শর্মার নাম ঘোষণা করেন তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক। জয়পুরের সঙ্গনেড় থেকে এবারই প্রথমবার জিতেছেন ভজনলাল। মরুরাজ্যে নির্বাচিত হওয়া প্রথমবারের বিধায়ককে যে এই ধরণের একটি সুযোগ দেওয়া হবে তা বোধহয় চিন্তা করতে পারেননি কেউই। তবে বিজেপি পর্যবেক্ষকদের সিদ্ধান্তের ওপর কেউই আর কথা বলতে পারেনি। ভজনলালের ওপরেই আগামী ৫ বছর রাজস্থানের দায়িত্ব তুলে দিল বিজেপির হাইকমান্ড।