বিদেশ

আমেরিকার ইতিহাসে সর্বাধিক ভোটের রেকর্ড গড়লেন বাইডেন

১২০ বছরে সর্বাধিক ভোটদান

আমেরিকার ইতিহাসে সর্বাধিক ভোট পাওয়ার রেকর্ড ছিল বারাক ওবামার ঝুলিতে। ২০০৮-এ ৬৯ মিলিন ভোটের রেকর্ড ছিল তাঁর। এবার তাঁর রেকর্ডকেই ছাপিয়ে গেলেন ওবামার তত্‍কালীন ভাইস প্রেসিডেন্ট তথা আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। এখনও পর্যন্ত যে গণনা হয়েছে, তাতে ৭০ মিলিয়ন পেরিয়ে গিয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী। আমেরিকার ইতিহাসে এত বেশি ভোট আগে কেউ কখনও পাননি।১২০ বছরে সর্বাধিক ভোটদান আমেরিকায়। ইতিমধ্যেই ওবামার থেকে ৩০,০০০ বেশি ভোট পেয়েছেন বাইডেন। ৭৭ বছর বয়সী বিদেশনীতির দক্ষ জো বাইডেনের কাছে হোয়াইট হাউস নতুন কিছু না। এর আগে তিনি প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন মার্কিন বিদেশনীতির স্তম্ভ হিসেবেই বাইডেন সরকারের অভিমুখ তৈরি করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে যে সরকার বসে তাকে ঘরের থেকে বাইরে বেশি নজর রাখতে হয়, এটাই চালু প্রবাদ। ওবামা মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বাইডেনের আছে সরকারের অভ্যন্তরে আমলাতন্ত্র কে পরিচালনা করার অভিজ্ঞতা।