দেশ

নিটের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে এবার দেওঘর থেকে ৬ জনকে গ্রেফতার করল বিহার পুলিশ 

মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিহার পুলিশের জালে আরও বেশ কয়েকজন ৷ এবার গোপনে অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের দেওঘর এইমসের কাছে একটি বাড়ি থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ নিটের প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে ধৃত এই ৬ জনের যোগ রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ শুক্রবার রাতে দেওঘরের দেবীপুর থানা এলাকায় বিহার পুলিশের তদন্তকারী একটি দল অভিযান চালায় ৷ সঙ্গে ঝাড়খণ্ড পুলিশের বাহিনীও ছিল ৷ সংবাদসংস্থা পিটিআই-কে দেওঘর সদর পুলিশের এসডিপিও ঋত্বিক শ্রীবাস্তব বলেন, “বিহার পুলিশ আমাদের একটি খবর দিয়েছিল ৷ আমাদের কাছে থাকা পরিচয়ের ভিত্তিতে তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে ৷ অভিযুক্তদের ইতিমধ্যে বিহারে নিয়ে যাওয়া হয়েছে ৷” এই ছ’জন অভিযুক্তকে মিলিয়ে এখনও পর্যন্ত নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃতরা ঝুনু সিং নামে এক ব্যক্তির বাড়িতে থাকছিল ৷ প্রশ্নপত্র ফাঁসে ধৃত এই 6 জনের পরিচয়, পরমজিৎ সিং ওরফে বিট্টু, বলদেব কুমার ওরফে চিন্টু, প্রশান্ত কুমার ওরফে কাজু, অজিত কুমার, রাজীব কুমার ওরফে কারু ৷ এরা সকলে বিহারের নালন্দা জেলার বাসিন্দা ৷ ধৃত আরেক অভিযুক্ত হল পাঙ্কু কুমার ৷ তাঁর ঠিকানা জানা যায়নি ৷ তবে, মনে করা হচ্ছে এই পাঙ্কু কুমার দেওঘরের বাসিন্দা ৷ তবে, এনিয়ে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে ৷