কলকাতা

অবশেষে কয়লাকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার বিকাশ মিশ্র

অবশেষে কয়লা কাণ্ডে  সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র । আদালত থেকে এই নির্দেশ পাওয়ার পরেই সিবিআইয়ের আধিকারীরা  বৃহস্পতিবার তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে গিয়ে গ্রেফতার করেন ৷ ত বুধবার আদালতের তরফে সিবিআই-কে একটি কপি দিয়ে জানানো হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিকাশ মিশ্র। সেখান থেকে ছাড়া পেলেই তাকে গ্রেফতার করা যেতে পারে। এরপরই সিবিআই-এর তরফ থেকে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় যাতে চিকিৎসার পর বিনয়কে ছেড়ে না-দিয়ে তদন্তকারীদের জানাতে ৷ পাশাপাশি, বিকাশ মিশ্রের শরীরে কী কী সমস্যা রয়েছে এবং তার চিকিৎসা সংক্রান্ত কী আপডেট রয়েছে সেই সমস্ত নথিও সিবিআই-য়ের হাতে তুলে দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আদালত ৷ সম্প্রতি কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এবং বিনয় মিশ্র ও বিকাশ মিশ্রের কোটি কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ শুধু কয়লা নয়, গরু পাচার কাণ্ডেও নাম জড়িয়েছে এই অভিযুক্তের ৷ প্রভাবশালীদের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে বিকাশ মিশ্রের বিরুদ্ধে ৷ তদন্তকারীদের মতে বেআইনি লেনদেনের হিসেব রাখত বিকাশ ৷ তবে কয়লা এবং গরু পাচারকাণ্ডে এখনও পর্যন্ত পলাতক রয়েছে বিনয় মিশ্র। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই ভিন দেশে গিয়ে সেখানকার নাগরিকত্ব লাভ করেছে এই অভিযুক্ত৷  অনেকদিন ধরেই বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নিতে চাইছিল সিবিআই ৷ কিন্ত অসুস্থতা দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিকাশ। পাশাপাশি আদালতের দ্বারস্থও হন তিনি ৷ আদালতে যায় সিবিআইও৷ তারপরেই আসানসোলের বিশেষ সিবিআই আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, বিকাশের শারীরিক অবস্থার উন্নতি হলে এবং হাসপাতাল থেকে ছাড়া পেলে সিবিআই তাকে গ্রেফতার করতে পারে।