ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল বাবুরহাট এলাকায়। দুর্ঘটনা স্থলেই মুহূর্তে মৃত্যু হল বাইক আরোহীর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের বাবুরহাটের মরাতোর্ষা ব্রিজ এলাকায়। ঘটনায় মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এছাড়া তীব্র যানজট সৃষ্টি হয় রাস্তায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “এদিন সকালে বাইক আরোহী ওই ব্যক্তি কোচবিহারের দিক থেকে খাপাইডাঙার দিকে যাচ্ছিলেন। সেই সময় উলটো দিক থেকে আসছিল একটি ডাম্পার। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় ডাম্পারের সঙ্গে। মুহূর্তে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় জনৈক ওই বাইক আরোহীর। তবে মুহূর্তে ঘাতক ডাম্পারটিকে আটকে ফেলেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘাতক ডাম্পারটিকে বাজেয়াপ্ত করে। যদিও ডাম্পারের চালক পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।”