জেলা

পাহাড়ে ৩টি কেন্দ্রেই ভোটে লড়বেন বিমল গুরুংরা

২০২১ বিধানসভা নির্বাচনে পাহাড়ে ৩টি বিধানসভা আসনেই প্রার্থী দেওয়া হবে। দার্জিলিংয়ে সাংবাদিক সম্মেলনে জানালেন বিমল গুরুং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার নেতা টিসি রোকা ও আরপি ওয়াই। তারা আরও জানালেন পাহাড়ে সপ্তাহ দুয়েক পরে আসছেন বিমল গুরুং। তাই ৮ নভেম্বর দার্জিলিংয়ে গুরুংয়ের যে জনসভা করার কথা ছিল তা আপাততঃ স্থগিত রাখা হচ্ছে। গুরুং পাহাড়ে আসার পর এই জনসভা হবে।সাংবাদিক সম্মেলনে বিমল পন্থী জিজেএম নেতারা যেমন জানিয়েছেন ২০২১এ তৃণমূল সরকার গঠনে সমর্থন দেওয়া হবে। তেমনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিমন বিরোধী জিজেএম নেতা বিনয় তামাং ও অনীত থাপা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে।প্রকাশ্যে আসার পর বিমল গুরুং কলকাতায় সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে। তাই তারা এনডিএ থেকে বেরিয়ে আসছেন। তারা এখন থেকে তৃণমূলকেই সমর্থন করবেন। তাই দুই গোষ্ঠীই আপাততঃ রাজ্য সরকারের ওপর আস্থা রেখেই পাহাড়ে রাজনীতি করবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে আপাততঃ দুই গোষ্ঠীর কাছাকাছি আসার কোনও সম্ভাবনা নেই। দুই গোষ্ঠীই বিবৃতি দিয়েছে, তারা পাহাড়ে শান্তি বজায় রেখে উন্নয়নের কাজ করতে চায়। এখন পাহাড়ে এই দুই গোষ্ঠীর কাকে প্রাসঙ্গিক বলে মনে করে পাহাড়ের মানুষ, সময়ই তা বলবে।