কলকাতা

পুরনো মান্থলি নিয়ে নিত্যযাত্রীদের সুখবর দিল রেল

বিক্ষোভ-অবরোধের ঝড় পেরিয়ে অবশেষে আগামী বুধবার থেকে চালু হতে চলেছে আমজনতার জন্য লোকাল ট্রেন পরিষেবা। মুখ্যমন্ত্রীর অনুরোধ রেখে রেল রাজি হয়েছে বুধবার থেকেই পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া লোকাল ট্রেন পরিষেবা চালু করে দেওয়ার জন্য। সেই দাবি মেনে আগামী বুধবার থেকেই শিয়ালদহ শাখায় ৪৬ শতাংশ, হাওড়া ও দক্ষিণ-পূর্ব শাখায় প্রায় ১৫ শতাংশ ট্রেন চলা শুরু হবে। এই অবস্থায় মান্থলির মেয়াদ নিয়ে চিন্তিত অনেক নিত্যযাত্রীই। ট্রেন বন্ধ থাকায়, তাতে যাতায়াত না করলেও নির্দিষ্ট সময় পর মান্থলির মেয়াদ তো ফুরিয়ে গিয়েছে। নিউ নর্মালে নতুন করে তা কাটতে আলাদা কোনও নিয়মের মুখে পড়তে হবে কি না, এসব নিয়ে ভাবিত তাঁরা। কিন্তু রেলের তরফে তাঁদের আশ্বস্ত করে শোনানো হয়েছে সুখবর। জানা গিয়েছে, যে সময় ট্রেন বন্ধ ছিল, সেই সময়টা মান্থলির মেয়াদে ধরা হবে না। বুধবার থেকে ট্রেন চালু হলে, সংশ্লিষ্ট সিজন টিকিটের মেয়াদ যোগ করে তা বাড়িয়ে দেওয়া হবে। দেশজুড়ে লকডাউন জারি হওয়ার আগে ২২ মার্চ ‘জনতা কারফিউ’ এর দিন থেকে বন্ধ ট্রেন পরিষেবা। সেই দিনের নিরিখে মান্থলির মেয়াদের হিসেব করা হবে। শুক্রবার পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয়েছে। ধরা যাক, কারও সিজন টিকিটের মেয়াদ ছিল ৩১ মার্চ পর্যন্ত। অথচ ২১ তারিখের পর তিনি ট্রেনে যাতায়াতের সুযোগ পাননি। সেক্ষেত্রে আগামী ১১ নভেম্বর থেকে ট্রেন চালু হলে পরবর্তী ১০ দিন ওই মান্থলি দেখিয়েই তিনি যাতায়াত করতে পারবেন। এর জন্য অবশ্য সংশ্লিষ্ট কাউন্টারে গিয়ে মান্থলির দিনক্ষণ বদল করিয়ে নিতে হবে তাঁকে। রেল সূত্রে খবর, নিত্যযাত্রীদের এই সংক্রান্ত পরিষেবা দিতে আগামী ৯ তারিখ সকাল ৮টা থেকেই কাজ শুরু হবে। যে কাউন্টার থেকে মান্থলি কেটেছিলেন, সেই কাউন্টারে গিয়েই তা দেখিয়ে দিনক্ষণ বদল করাতে হবে।