জেলা

বাড়ি ফেরার পথে বীরভূমে পেট্রল পাম্প মালিককে গুলি করে খুন

বীরভূমের ময়ূরেশ্বরের সারদা মোড়ে পেট্রল পাম্প মালিককে গুলি করে খুন। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে। মৃতের নাম কমলকান্তি দে (৪০)। তাঁর বাড়ি সাঁইথিয়ায়। জানা গেছে, পেট্রোল পাম্প থেকে সাঁইথিয়ার বাড়িতে ফিরছিলেন পাম্প মালিক কমলকান্তি দে। ময়ূরেশ্বর থানা এলাকার সারদা মোড় এলাকায় তাঁকে কয়েকজন দুষ্কৃতী পিছন থেকে গুলি করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পুলিশ উদ্ধার করে সাইঁথিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।