জেলা

রাজ্য পুলিশের ডিজি-র পদে ফিরলেন বীরেন্দ্র, এডিজি আইনশৃঙ্খলা-র পদে জাভেদ শামিম

রাজ্যে ভোট প্রক্রিয়ার শুরুতেই রাজ্য পুলিশের ডিজ-‘র পদ থেকে বীরেন্দ্রকে এবং এডিজি’র আইনশৃঙ্খলা পদ থেকে জাভেদ শামিমকে অপসারিত করেছিলেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। তাঁদের পরিবর্তে দুই পদে বসানো হয়েছিল ‘বিজেপি বান্ধব’ হিসেবে পরিচিত পি নীরজনয়ন ও জগমোহনকে। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে ডিঝি ও এডিজি (আইনশৃঙ্খলা) পদে অপসারিত দুই পুলিশ আধিকারিক বীরেন্দ্র ও জাভেদ শামিমকে ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এডিজি (আইনশৃঙ্খলা)’র দায়িত্বে থাকা জগমোহনকে পাঠানো হল এডিজি আসামরিক প্রতিরক্ষা পদে। অর্থা‍ত্‍ কমিশনের ‘জো-হুজুরগিরি’ করা দুই পুলিশ আধিকারিককে কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হল। এদিন রাজ্য পুলিশের ডিজি ও এডিজি (আইনশৃঙ্খলা) পদে রদবদলের পাশাপাশি কমিশনের নির্দেশে যাঁরা পুলিশের বিভিন্ন শীর্ষ পদে আসীন হয়েছিলেন তাঁদের বদলেরও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, কমিশনের দয়ায় পূর্ব মেদিনীপুর, কোচবিহার ও বীরভূমের পুলিশ সুপারের পদে বসা ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত সুনীল যাদব, দেবাশিস ধর ও নগেন্দ্র ত্রিপাঠীকেও সরানো হচ্ছে। তিনজনকেই কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হবে। সেই সঙ্গে আর এক ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত এডিজি (পশ্চিমাঞ্চল) রাজেশ কুমারকেও গুরুত্বহীন পদে বদলি করা হবে। পুলিশ আধিকারিকদের পাশাপাশি বেশ কয়েকজন জেলাশাসককেও বদলি করা হচ্ছে।