জেলা

করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের জেরে গ্রেপ্তার বিশ্ব হিন্দু পরিষদের নেতা

করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করায় ধূপগুড়িতে পুলিশ গ্রেপ্তার করে বিশ্ব হিন্দু পরিষদের নেতাকে। করোনা আবহে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর রটিয়ে আতঙ্ক ছড়িতে আজ বিকেলেই হাতেনাতে ধরা পড়লেন ধূপগুড়ি এলাকার বাসিন্দা বৈদ্যনাথ মিশ্র। জানা যায় তিনি বিশ্ব হিন্দু পরিষদের নেতা। অভিযুক্ত নেতা তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ধূপগুড়ি টাউনকে প্রশাসনের তরফে রেড জোন ঘোষণা করা হল।’ সেই সঙ্গে সাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, ‘ ঘরে থাকুন, সাবধানে থাকুন।’  ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং জানান, যারা এমন বিভ্রান্তিমূলক পোস্ট করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে কড়া শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন। রাজেশ এদিন জলপাইগুড়ি জেলা পুলিশকে ঘটনার বিবরণ দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করার আবেদন করেন। সঙ্গে সঙ্গে পুলিশ এসে বৈদ্যনাথ মিশ্রকে হাতকড়া পড়ায়। আপাতত তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।