জেলা

সন্দেশখালি নারী আন্দোলনের অন্যতম নেত্রীকে প্রাণে মারার হুমকি বিজেপির

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র নিজের ‘পাত্র’ পাড়াতেই পরাজিত হবেন বলে দাবি করেন সিরিয়া পারভিন । তিনি বলেন, “পাত্র পাড়ার লোক রেখা পাত্রকে ভোট দেবে না ৷ আজ সকালে ১০ হাজার করে টাকা দিয়ে ভোটারদের কেনা হয়েছে ৷ যাদের বিজেপি টাকা দিয়ে কিনেছে তারাই কেবল রেখা পাত্রকে ভোট দেবে ৷” বাদুড়িয়ার বাসিন্দা সিরিয়া আজ সন্দেশখালির ১৬৭ ও ১৭১ নম্বর বুথে গিয়েছিলেন ৷ সেখানে তাঁকে বহিরাগত বলে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি । সন্দেশখালি আসার পথে গত ফেব্রুয়ারিতে টাকিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকে দিয়েছিল পুলিশ । বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় । সে সময় পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েছিলেন সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে দেখা গিয়েছিল বিজেপি নেত্রী সিরিয়া পারভিনকে। পরবর্তীতে সন্দেশখালি নারী আন্দোলনের অন্যতম নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলেন বিজেপির বসিরহাট জেলা সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন। সন্দেশখালি, জেলিয়াখালি, বেড়মজুর-সহ একাধিক জায়গার আন্দোলনে তাঁকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে । এমনকী বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রর সঙ্গেও বহুবার দেখা গিয়েছে তাঁকে । কিন্তু ২৩ মে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং মমতাবালা ঠাকুরের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি । তারপর থেকেই তাঁর ভোলবদল ঘটে । স্বাভাবিকভাবেই তাঁর প্রাক্তন রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে মত বিরোধ দেখা দেয় । এখন তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।