বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম যে এলাকার ভোটার সেই ভোট কেন্দ্রেই এবার বিজেপি প্রার্থী খুঁজে পেল না। বিজেপির হয়ে কেউ নমিনেশন পত্র জমা দেয় নি। আর এই নমিনেশন না দেওয়াকে কেন্দ্র করেই বিজেপির দলের ভেতরে দ্বন্দ্ব শুরু হয়েছে। ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম সাফ জানিয়ে দিয়েছেন, দলের ভেতরে অন্তর্ঘাত হয়েছে। আর এই প্রার্থী দিতে না পারাকে কেন্দ্র করে দলের গোষ্ঠী কোন্দল এর অভিযোগ খোদ বিজেপি সাংসদের। দিলীপ ঘোষের বুথ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা পঞ্চায়েত কুলিয়ানা ১১৮ নং এবং সাংসদ কুনার হেমব্রম এর বুথ রাধানগর গ্রাম পঞ্চায়েতের কন্যাডোবা তে এবার কোনো প্রার্থীই দিতে পারেনি বিজেপি। সেখানে তৃনমূল ও নির্দল নমিনেশন করেছে। দিলীপ ঘোষের নিজের এলাকা কুলিয়ানা ও কুনার হেমব্রম এর কন্যাডোবা বুথে নিজের এলাকায় প্রার্থী দিতে না পারায় বেশ সমালোচিত হয়েছে বিজেপি। বিজেপির ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রমও সরাসরি দলের গোষ্টীকোন্দল কেই এর জন্য দায়ী করেছেন। দলের মধ্যে সমন্বয় এর অভাব রয়েছে। ঘরে বসে রিপোর্ট পাঠানো হয়েছে বলে দাবি সংসদ কুনারের। আর তার জন্যই এই প্রার্থী দিতে না পারা। এ বিষয়ে তৃণমূল নেত্রী রেখা সরেন বলেন, “বিজেপি যেখানে বলছে পঞ্চায়েতে জিতবো ক্ষমতা দখল করবো”, “সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই যেখানে দু জন সংসদ দিলীপ ঘোষ এবং কুনার হেমব্রম তাদের নিজেদের জায়গাতে বিজেপির প্রার্থী নেই, এ ক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপির প্রার্থী নির্বাচনে একটা বড় অভাব আছে। এ বিষয়ে অন্যদিকে বিজেপির ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক জানান, দিলীপদা বিজেপির সর্ব ভারতীয় সহ- সভাপতি ।