কলকাতা

ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রবিবারই রাজ্যে বিজেপির প্রতিনিধিদল

ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে রবিবারই রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল ৷ রাজ্য়ে পরবর্তী হিংসার অনুসন্ধান করতে বিপ্লব দেবের নেতৃত্বে চার সাংসদ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল গঠন করেন সভাপতি জেপি নাড্ডা ৷ শনিবার সল্টলেকে বিজেপির কোর কমিটির বৈঠক সেরে বেরিয়ে সেই প্রতিনিধিদলের রাজ্যে আসার কথা জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ৷ লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর এই প্রথম সল্টলেকের বিজেপি দফতরে বসে কোর কমিটির বৈঠক। যদিও 18 জনের কোর কমিটির সেই বৈঠকে হাজির ছিলেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তবে এদিনের এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হিসাবে দলীয় নেতৃত্বের দাবি, রাজ্যে লোকসভা নির্বাচনের ফলাফলের কাটাছেঁড়ার পাশাপাশি আসন্ন চার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা এবং আরও একাধিক বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় ৷