ল’ কলেজের ছাত্রীর গণধর্ষণের ঘটনায় রাজ্যে আসছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দল ৷ কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী সত্যপাল সিং, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই দলে রয়েছে ৷ যা নিয়ে এ দিন কটাক্ষই করল তৃণমূল ৷ চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপির প্রতিনিধি দলকে স্বাগত জানালেন বটে ৷ সঙ্গে প্রশ্ন তুললেন, কী করবে এসে, অভিযুক্তরা যে সকলেই গ্রেফতার ৷ অন্যদিকে, এ দিন বিজেপি গড়িয়াহাট থেকে একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল ৷ কিন্তু, মিছিল এগোতেই বিজেপির নেতা-কর্মীদের আটক করে নিয়ে যায় পুলিশ ৷ আটক করা হয় সুকান্ত মজুমদারকেও ৷দক্ষিণ কলকাতায় কসবা ল’ কলেজের ভিতর ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বাংলায় বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি ৷ শনিবার সেকথা জানিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি জানান, “আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা চার সাংসদের একটি দল তৈরি করে বাংলায় পাঠাচ্ছেন ৷ ওই দলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং, প্রখ্যাত আইনজীবী মীনাক্ষী লেখি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মতো ব্যক্তিত্বরা রয়েছেন ৷ সেই দল এখানে এসে সমস্ত ঘটনা খতিয়ে দেখে দলের সর্বভারতীয় সভাপতিকে রিপোর্ট দেবে ৷ ছাত্রীর গণধর্ষণের প্রতিবাদে এ দিন বিজেপি কলকাতায় প্রতিবাদ মিছিল করে ৷ যদিও, গড়িয়াহাট মোড়ে মিছিল শুরুর আগেই, তা আটকে দেয় পুলিশ ৷ বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশি অ্যাকশন শুরু হয়ে যায় ৷ একের পর এক বিজেপি নেতা-কর্মীকে আটক করা হয় ৷ আটক করা হয় খোদ সুকান্ত মজুমদারকেও ৷ এর প্রতিবাদে “মমতা ব্যানার্জি হায় হায়” স্লোগান তোলেন সুকান্ত ৷ তিনি বলেন, “এই রাজ্যের পুলিশ কোনও গণতান্ত্রিক আন্দোলন করতে দেয় না ৷ এ এক ভয়ঙ্কর পরিস্থিতি ৷ যেভাবে উত্তর কোরিয়া এবং চিনে বিরোধী দলকে অবদমিত করে রাখা হয়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই পরিস্থিতি তৈরি করে রেখেছেন ৷”


