কলকাতা

৪ কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণার আগেই নির্বাচনী পর্যবেক্ষকদের নাম জানাল বিজেপি

রাজ্য বিজেপির নয়া নির্বাচনী কমিটিতে জায়গা হয়নি দিলীপ এবং শুভেন্দু

 ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এবারও এই আসনে জিততে মরিয়া। তাই এই কেন্দ্রের পর্যবেক্ষক হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ নিশীথ প্রামাণিক। সহ পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন আরও এক সাংসদ-ড. জয়ন্তকুমার রায়। দিনহাটার নির্বাচনী কমিটির ইনচার্জ হচ্ছেন দীপেন প্রামাণিক। কো-ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে ৯ জনকে। তাঁদের মধ্যে ছ’জন। উপনির্বাচন রয়েছে নদিয়ার শান্তিপুরেও। এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন জগন্নাথ সরকার। কিন্তু সাংসদ পদ ছাড়েননি তিনি। ফলে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। বিজেপির তরফে এই কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষক হচ্ছেন সাংসদ জগন্নাথ সরকার। সহ-পর্যবেক্ষক অনুপম দত্ত। ইনচার্জ হয়েছেন অভিজিৎ দাস। কো-ইনচার্জের দায়িত্ব পেয়েছেন পাঁচ বিধায়ক-সহ মোট ছ’জন। খড়দহের উপনির্বাচনের বিজেপির পর্যবেক্ষক হচ্ছেন সাংসদ অর্জুন সিং। গোসাবা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির পর্যবেক্ষক হচ্ছেন সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো। এখানেও সহ-পর্যবেক্ষক নেই। ইনচার্জ হয়ে দায়িত্ব সামলাবেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং। কো-ইনচার্জের দায়িত্ব পেয়েছেন ৪ বিধায়ক-সহ মোট পাঁচজন।  আশ্চর্যজনকভাবে সুকান্ত মজুমদার এর তৈরি বিজেপি রাজ্য কমিটি এই নতুন নির্বাচনী কমিটিতে জায়গা হয়নি দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর।