কলকাতা

নবান্ন অভিযানে আহত মীনাদেবীর বাড়িতে নাড্ডার প্রতিনিধি দল

 রাজ্যে এসেছে বিজেপির পাঁচ সদস্যের বিশেষ প্রতিনিধি দল । ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ছিল । এই অভিযানে মহিলা-পুরুষ নির্বিশেষে বহু বিজেপি কর্মী, সমর্থক পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ ওঠে । মাথায় চোট লাগে বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের । বহু বিজেপি কর্মী, সমর্থক বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ এই পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বিশেষ ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ দল গঠন করে সভাপতি জে পি নাড্ডা ৷ দলটি কলকাতা এসে নবান্ন অভিযানের দিন ঠিক কী হয়েছে এবং পুরো পরিস্থিতি সরেজমিনে তদন্ত করে রিপোর্ট দেবেন শীর্ষ নেতৃত্বের কাছে ৷ প্রতিনিধি দলে রয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি তথা রাজ্যসভার সাংসদ ব্রজলাল, লোকসভা সাংসদ কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠোর, প্রাক্তন আইএএস তথা লোকসভা সাংসদ অপরাজিতা সারঙ্গি, সুনীল যখার, রাজ্যসভার সাংসদ সমীর ওরান ৷