কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল বিজেপি।বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি এন রমনার দৃষ্টি আকর্ষণ করল তারা। এদিনই জরুরি শুনানির আর্জি জানায় বিজেপি।শুক্রবার ১০৮ টি পুরসভার বাহিনী মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।বিজেপির বক্তব্য কেন্দ্রীয় বাহিনী ছাড়া অবাধ ও নিরপেক্ষ ভোট সম্ভব নয়। এর আগে কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনের উপর দু’বার আস্থা দেখানোর পরেও কমিশন ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ২৭ ফেব্রুয়ারির পুরভোট করার দাবিতে বিজেপি শীর্ষ আদালতে আবেদন করল। বুধবার পুরভোট মামলার রায়ে কলকাতা হাইকোর্ট বলে, কেন্দ্রীয় বাহিনীর বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের উপরেই ছেড়ে দেওয়া হল । কমিশন স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিসের ডিজি সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে বাহিনী মোতায়েন করার বিষয়ে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। হাইকোর্টের ওই নির্দেশের পরেই কমিশন তড়িঘড়ি সব জেলাশাসককে বেলা ৩ টের মধ্যে পুর এলাকাগুলির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠায়। জেলা শাসকদের সেই রিপোর্টের ভিত্তিতে সন্ধ্যায় কমিশন রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসে। হাইকোর্টের নির্দেশ ছিল, ২৪ ঘণ্টার মধ্যে কমিশনকে বাহিনী মোতায়েন নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।