ওড়িশার ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের জন্য মুখ্যমন্ত্রী পদে ছিলেন নবীন পট্টনায়েক। রাজ্যের ১৪তম মুখ্যমন্ত্রী হিসেবে প্রায় আড়াই দশক ধরে রাজ্যপাট সামলেছেন তিনি। তবে বর্তমানে তাঁর নামের আগে জুড়েছে ‘প্রাক্তন’। কারণ বর্তমানে ওড়িশায় বিজেপি তাদের সরকার গড়েছে। আর ওড়িশার মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির মোহন চরণ মাঝি। এবার পট্টনায়েকের নিরাপত্তা কমিয়ে দিল রাজ্য সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য মাত্র ২ জন কনস্টেবল মোতায়েন হয়েছে। ওড়িশায় ক্ষমতা বদলের পর থেকেই কমতে শুরু করেছিল নবীন পট্টনায়েকের নিরাপত্তা ব্যবস্থা। এবার সেখানে আরও নিরাপত্তা কাটছাঁট করল সে রাজ্যের সরকার।রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন নবীন পট্টনায়েকের বাসভবন ‘নবীন নিবাস’-এ নিরাপত্তার দায়িত্বে প্রচুর পুলিশকর্মী মোতায়েন থাকতেন। তিনটি শিফটে ২৬৮ জন পুলিশকর্মী নজরদারিতে ছিলেন।তবে বিধানসভা ভোটের পর থেকে চিত্র বদলাতে শুরু করে। আড়াই দশক ধরে ক্ষমতায় থাকা নবীন পট্টনায়েকের দলকে হটিয়ে রাজ্যে নয়া সরকার গঠন করে বিজেপি। আর তখন থেকে নবীন পট্টনায়েকের নিরাপত্তা কমিয়ে আনা হয়। সব মিলিয়ে ২৩ জন নিরাপত্তাকর্মী পেতেন তিনি। এবার নিরাপত্তা ব্যবস্থা আরও কমিয়ে দিল সেই ওড়িশা সরকার। এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিরাপত্তা সংক্রান্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই নবীন পট্টনায়েকের নিরাপত্তা কমানো হয়েছে। সাধারণত প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সঙ্গে দু’জন নিরাপত্তাকর্মী থাকেন। এর পর কখনও প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিরোধী দলনেতা হিসাবে যখন তিনি ভুবনেশ্বরের বাইরে কোথাও যাবেন, তখন স্থানীয় থানা থেকেই প্রয়োজন অনুসারে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হবে।