দেশ

লোকসভা ভোটের মধ্যেই বড় ধাক্কা খেল বিজেপি! তিন নির্দলের কংগ্রেস-যোগে সঙ্কটে হরিয়ানার নায়েব সিং সরকার

লোকসভা নির্বাচনের মধ্যেই হরিয়ানায় বড়সড়় ধাক্কা খেল বিজেপি৷ হরিয়ানার বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন তিন নির্দল বিধায়ক৷ ফলে এই মুহূর্তে হরিয়ানার নায়েব সিং সাইনির সরকার সংখ্যগরিষ্ঠতা হারাল৷ ওই তিন নির্দল বিধায়কই জানিয়েছেন, তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন৷ এই পরিস্থিতিতে অবিলম্বে হরিয়ানার বিধানসভা ভেঙে দিয়ে ভোট করানোর দাবি তুলেছে কংগ্রেস৷ ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় বর্তমানে ৮৮ জন বিধায়ক রয়েছেন৷ তার মধ্যে বিজেপির বিধায়খ সংখ্যা ৪০৷ হরিয়ানার কংগ্রেস সভাপতি উদয় ভানের দাবি, ‘এর আগে জেজেপি বিজেপি সরকারের থেকে সমর্থন তুলে নিয়েছিল৷ এবার তিন নির্দল বিধায়কও তাই করলেন৷ মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির অবিলম্বে পদত্যাগ করা উচিত৷’ ওই তিন নির্দল বিধায়কের নাম সোমবীর সাঙ্গওয়ান, রণধীর গোলেন এবং ধর্মপাল গোনদার৷ তাঁদের দাবি, কৃষকদের দাবি সহ বেশ কয়েকটি ইস্যুতে তাঁরা বিজেপির সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে কংগ্রেসের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এবং হরিয়ানার কংগ্রেস সভাপতি উদয় ভানের উপস্থিতিতেই এ দিন রোহতকের একটি হোটেলে এই ঘোষণা করেন তিন নির্দল বিধায়ক৷ ঘটনায় স্বভাবতই চাপে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ এখনও এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি কংগ্রেসকে কটাক্ষ করে শুধু বলেন, ‘সবাই মনের আকাঙ্খা পুরণ করতে চায়৷ কংগ্রেসও তাই করছে৷ ওরা মানুষের জন্য কিছু করে না, শুধু নিজেদের স্বার্থপূরণ করে৷’