দলীয় কোন্দলে বেকাদায় বিজেপি সাংসদ সুভাষ সরকার। ভোটে সুভাষের পাশে থাকবে না দলের একাংশ দাবি বিক্ষুব্ধ বিজেপি নেতাদের। এই ধাক্কা আগে সামলাক সুভাষ কটাক্ষ তৃণমূলের। গোষ্ঠীদ্বন্দ্বে বেকাদায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। গত প্রায় একবছর ধরে বাঁকুড়ায় দলের একটা অংশ সুভাষের বিরুদ্ধে সরব হয়েছে। দলের কাছে সুভাষ যাতে টিকিট না পায়, সেই আবেদনও করেছিলেন বিজেপি বিক্ষুব্ধরা। তবে সুভাষ সরকারের উপর ফের আস্থা রেখে দ্বিতীয়বার নির্বাচনের লড়াই করার সুযোগ এনে দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। কিন্তু তাতেও দ্বন্দ্ব কমেনি।বিজেপির বিক্ষুব্ধদের হুঁশিয়ারি, ভোটে সুভাষ সরকারের পাশে থাকবেন না বিজেপি কর্মীদের একটা অংশ। আর তাতেই ঘরের চাপে বেশ বেকাদায় বিজেপি সাসংদ। এই বিষয়ে সুভাষ সরকার কোনও প্রতিক্রিয়া দেননি। একেবারে ক্যামেরায় সামনে সাইলেন্ট মুডে রইলেন। তৃণমূলের দাবি, মানুষকে পরিষেবা না দিলে ঘরে-বাইরে এই ক্ষোভের মুখে পড়তেই হবে। সুভাষের সেই অবস্থায় হয়েছে। বিজেপি বাঁকুড়া বিধানসভার প্রাক্তন কনভেনার কৌশিক সিংহের দাবি, সুভাষের ডানে-বামে কেউ নেই। যাঁরা আছেন, তাঁরা প্রকাশ্যে বিরোধিতা করতে পারবে না বলেছেন। তাঁরাও ভিতরে ভিতরে সুভাষের পাশে নেই।