দেশ

রাজ্যপালের কাছে সময় চাইলেন দুই ‘জোটবদ্ধ’ নেতা, বিজেপির সঙ্গ ত্যাগ করে নীতীশ চললেন রাবড়ি দেবীর সাক্ষাতে

রবিবার নীতি আয়োগের বৈঠকে ছিলেন না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৷ কেসিআর মোদি-বিরোধী হিসেবে পরিচিত, তাই তাঁর বৈঠকে না-থাকা নিয়ে নতুন কোনও জল্পনা তৈরি হয়নি ৷ কিন্তু বিহারে এনডিএ জোট-সঙ্গীর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে নেই ? সূত্রে জানা গিয়েছে, ক’দিন আগে তাঁর কোভিড হয়েছিল ৷ বর্তমানে তিনি সেরে উঠলেও শারীরিক কারণেই নীতি আয়োগের বৈঠকে আসেননি ৷ আর এই বৈঠক শুধুমাত্র মুখ্যমন্ত্রীদের নিয়ে ৷ তাই নাকি হাজির ছিলেন না জেডি(ইউ) প্রধান নীতিশ কুমার ৷ সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে দেখা করতে চেয়েছে জেডি(ইউ) ৷ আজ বিহারের দুই প্রধান বিরোধী পক্ষ জনতা দল (ইউনাইটেড) এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) আলাদা আলাদা করে বৈঠক করেছে ৷ সকাল এগারোটা নাগাদ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাড়িতে পৌঁছেছেন দলের সাংসদ, বিধায়ক এবং অন্যান্য নেতা-নেত্রীরা ৷ অন্যদিকে সার্কুলার রোডে লালুপ্রসাদ যাদবের বাড়িতে জড়ো হয়েছিলেন আরজেডি-র বিধায়কেরা ৷ সেখানে ছিলেন বাম-কংগ্রেস বিধায়কেরাও ৷ অবশেষে বিজেপির সঙ্গ ছেড়ে দিলেন নীতীশ কুমার। রাজভবনে বিকেলে যাবেন। তার আগে এখন চললেন রাবড়ি দেবীর বাসভবনে।কংগ্রেস বিধায়ক শাকিল আহমেদ খান জানিয়েও দিয়েছেন, মহাগঠবন্ধন সরকার গড়লে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন ৷ সার্কুলার রোডে লালু-পুত্র তেজস্বী যাদবের নেতৃত্বে মহাগঠবন্ধনের বৈঠক শেষ হয়েছে ৷ জানা গিয়েছে, বিহারে নতুন সরকার এলে আরজেডি-কংগ্রেস-বাম দলের বিধায়কেরা বিরোধী দলনেতার পাশে আছেন ৷ তাঁরা তাঁদের সমর্থনপত্র তুলে দিয়েছেন তেজস্বীর হাতে ৷ মহাগঠবন্ধন অর্থাৎ জেডি(ইউ) বিজেপি ছেড়ে আরজেডি-র সঙ্গে নতুন সরকার গড়লে সেখানে তেজস্বী যাদবকে উপ-মুখ্যমন্ত্রী করার দাবি জানিয়েছেন কংগ্রেস-বাম বিধায়কেরা ৷ পাশাপাশি স্বরাষ্ট্র দফতরের দায়িত্বও তাঁকে দেওয়া হোক, ইচ্ছে পদ্ম-বিরোধী শিবিরের ৷ এছাড়া বিধানসভায় স্পিকারের পদটিতেও আরজেডি-র কাউকে দেওয়ার কথা জানিয়েছেন মহাগঠবন্ধনের নেতারা ৷ অন্যদিকে রবিবার রাতে অর্থাৎ নীতি আয়োগের বৈঠকের দিনই নীতিশ কুমার কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ যদিও ঠিক কী কথা হয়েছে, তা বাইরে আসেনি ৷ তবে সূত্রের কানাঘুষো, বিহারে নতুন সরকার গড়া নিয়েই কথা হয়েছে দুই প্রধানের মধ্যে ৷ বিহারে জেডি(ইউ)-এনডিএ জোট ভাঙার গুঞ্জন উসকে দিয়েছে এই ফোনালাপ ৷