তিনি খাতায়-কলমে এখনও তৃণমূলের সাংসদ। অথচ দলে থেকেও প্রকাশ্যে দলবিরোধী কাজ করে চলেছেন। অমিত শাহের সভায় যোগ দিতেও বাধেনি তাঁর। এবার তাঁর শান্তিকুঞ্জের বাড়িতে বিজেপি নেতা দিলীপ ঘোষকে নিয়ে পলিটিক্যাল লাঞ্চ বৈঠক করলেন। এর আগে পুরভোটে প্রকাশ্যে ছেলেকে সমর্থন করার জন্য নির্লজ্জভাবে প্রচার করেছেন। ছেলের সমর্থনে ভোট চাওয়ার এক অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছিল। যদিও ছেলের ভরাডুবি ঠেকাতে পারেননি। এবার সেই শিশির অধিকারী দিলীপের সঙ্গে নিজের বাড়িতে খানাপিনা এবং বৈঠক করলেন। তৃণমূলে থেকেও প্রবীণ সাংসদের এই গদ্দারি নিয়ে চারিদিকে নিন্দার ঝড় উঠল। বাইরে বেরিয়ে সাংবাদিকদের দিলীপ জানান, শিশিরবাবু মাঝে অসুস্থ ছিলেন, তাঁর স্ত্রীও বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের ছেলেদের কাছ থেকে একথা শুনেছিলাম। তাই কাঁথি এসে শিশিরবাবুর সঙ্গে দেখা করলাম। তিনি এখন ভাল আছেন। মাছ-ভাত খাওয়ার কথা স্বীকার করলেও কোনও রাজনৈতিক কথাবার্তা হয়েছে কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের জবাব এড়িয়ে দিলীপ রহস্য করে বলেন, ‘মাছ-ভাত জিন্দাবাদ।’