জেলা

জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালিকে জিজ্ঞাসাবাদ পুলিশের

অবশেষে জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালির তিওয়ারির বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে আসানসোল উত্তর থানার পুলিশ। শনিবার সকালে আসানসোল শীতবস্ত্র বিতরণ কাণ্ডে চৈতালিকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে আসে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। শুক্রবার চৈতালির বাড়িতে নোটিশ দিয়েছিল আসানসোল উত্তর থানার পুলিশ। সেই নোটিস অনুযায়ী এদিন সকালে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে আসে পুলিশ। আসানসোলের গোধূলি মোড় সংলগ্ন ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে চৈতালির বাড়িতে এখনও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী অফিসাররা। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে এসিপি পদের দুই আধিকারিক সহ আসানসোল উত্তর থানা এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসেন। পুলিশ সূত্রে খবর, শীতবস্ত্র বিতরণ কাণ্ডে কতগুলো কুপন বিলি করা হয়েছে, পাশাপাশি এত লোক কী করে এসেছিল, এইসব প্রশ্ন চৈতালিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। চৈতালি তিওয়ারির আবাসনের সামনে কোনও অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয়, সেই কারণে পুলিশের পক্ষ থেকে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করা হয়েছে।