কলকাতা

ফের গেরুয়া শিবিরে বড় ভাঙন, তৃণমূলে যোগ আলিপুরদুয়ারের বিজেপি সভাপতির

এবার উত্তরবঙ্গে বিজেপিতে বড়সড় ভাঙন। অবশেষে তৃণমূল শিবিরে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। সোমবার তৃণমূল ভবনে তাঁর হাতে দলের পতাকা তুলে দেন সুখেন্দু শেখর রায়, মুকুল রায় ও ব্রাত্য বসু। গঙ্গাপ্রসাদ শর্মা সহ আলিপুরদুয়ারের মোট ৮ জন বিজেপি নেতা এদিন যোগ দিলেন তৃণমূলে। গঙ্গাপ্রসাদ শর্মা নিজেই জানিয়েছেন যে, ভোটের আগে থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। তিনি বলেন, ‘ভোটের আগে জেলা নেতৃত্বকে না জানিয়ে একের পর এক কলকাতায় এনে, দিল্লিতে পাঠিয়ে যোগদান করানো হয়েছে। আমাদের কোনও কিছু জানানো হয়নি। জেলা নেতৃত্বকে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া হয়নি। তখন থেকেই দূরত্ব। তবে সেই সময় দল ছাড়িনি, কারণ ভোটের আগে ছাড়লে লোকে গদ্দার বলত। ভোটের ফল দেখিয়ে দিয়েছি। ৫ টা আসনই বিজেপির দখলে। তবে আগে থেকেই তৃণমূলে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ দলবদলের সঙ্গে সঙ্গেই উত্তরবঙ্গ মন্তব্যের জেরে দলের সাংসদ জন বার্লাকে তুলোধোনা করেছেন গঙ্গাপ্রসাদ শর্মা। এতদিন সাংসদ থেকেও তিনি কোনও কাজ করেননি, এমন অভিযোগও করেছেন গঙ্গাপ্রসাদ শর্মা।

https://www.facebook.com/AITCofficial/videos/542282730291759