বাংলাদেশের একাধিক দুর্গাপুজো মণ্ডপ ও বিভিন্ন মন্দিরে ভাঙচুরের ঘটনায় প্রয়োজনীয় এবং জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । তিনি গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন। টুইটে শুভেন্দু বলেছেন, বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা পরিকল্পিত। চাঁদপুরের হাজিগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং কক্সবাজারের পেকুয়ায় বিভিন্ন পুজো মণ্ডপ ও মন্দিরে হামলা চালানো হয়। দুর্গা প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। গোটা ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। কুমিল্লার পুজো মণ্ডপে হামলার ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। আজ দুপুরে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান।