পুরভোটে একজন বিজেপি প্রার্থী ছিলেন, আর একজন এজেন্ট। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আটক বাবা ও ছেলে। বাড়ির সামনে ঝোলানো রয়েছে ডাক্তারি সাইনবোর্ড ৷ তাতে লেখা ডাঃ উত্তম বন্দ্যোপাধ্যায় ও তাঁর রোগী দেখার সময়সূচি ৷ রাজনৈতিক পরিচয় ২০১৫ সালে সোনারপুরের ১৪ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী ছিলেন ৷ ছেলে অর্ণব ছিলেন বিজেপির এজেন্ট ৷ এবার খোদ সেই ডাক্তার ও তাঁর ছেলে অর্ণবের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার নামে উঠল প্রতারণার অভিযোগ ৷ টাকা দিয়েও দিনের পর দিন চাকরি না পেয়ে চাকরিপ্রার্থীরা পুলিশের দ্বারস্থ হতেই মঙ্গলবার গ্রেফতার ‘গুণধর’ ডাক্তার বিজেপি নেতা ও তাঁর ছেলে৷ তাঁদের বাড়িতে পাওয়া গেল সরকারি দফতরের নিয়োগপত্র-সহ প্রচুর নথি, এমনকি মুখ্যমন্ত্রীর নাম ছাপানো প্যাডও ৷ দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ১৪ নং ওয়ার্ডেরই বৈকুণ্ঠপুর এলাকায় থাকেন তিনি। ছেলে অর্ণবও বিজেপি কর্মী হিসেবে পরিচিত। এ বছর পুরসভা ভোটে দলের নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করেছেন। এদিন বাবা ও ছেলেকে আটক করল সোনারপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজ্য সরকারের বিভিন্ন দফতরের চাকরি দেওয়ার নাম করে যুবক-যুবতীদের কাছ থেকে টাকা নিয়েছেন উত্তম ও অর্ণব। কিন্তু চাকরি পাননি কেউ। অভিযোগ দায়ের করা হয় থানায়। সেই অভিযোগে ভিত্তিতেই বাবা ও ছেলেকে আটক করল পুলিশ। প্রাথমিক স্কুলে শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে ‘প্রতারণা’! কয়েক মাস আগে হাওড়ায় গ্রেফতার হন বিজেপি প্রার্থী সুমিতরঞ্জন কাঁড়ার। একুশের বিধাবসভা ভোটে উদয়নারায়ণপুরে প্রার্থী হয়েছিলেন তিনি।