জেলা

দার্জিলিংয়ে বিজেপি বনাম বিজেপি! রাজু বিস্তার বিরুদ্ধে প্রার্থী দলেরই বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা

বিজেপির আশঙ্কা সত্যি করে শেষ পর্যন্ত পাহাড়ে রাজু বিস্তার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন দলেরই বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা৷ এ দিনই মনোয়ন জমা দেওয়ার কথা কার্শিয়ংয়ের বিধায়কের৷ ফলে, দার্জিলিংয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন বিজেপি প্রার্থী৷ রাজু বিস্তাকে প্রার্থী করা নিয়ে পাহাড়ের বিজেপি নেতাদের একাংশের মধ্যেই আপত্তি ছিল৷ দার্জিলিংয়ে প্রার্থী হিসেবে প্রাক্তন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলার নামও প্রবল ভাবে শোনা যাচ্ছিল৷ যদিও শেষ পর্যন্ত রাজু বিস্তাকেই প্রার্থী করে বিজেপি৷ বিষ্ণুপ্রসাদ শর্মা অবশ্য আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, ভূমিপুত্রকে প্রার্থী না করলে নির্দল হিসেবে তিনি প্রার্থী হবেন৷ সেই সিদ্ধান্তে অনড় থেকেই এ দিন মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিষ্ণুপ্রসাদ৷ মনোনয়ন জমা দেওয়ার আগে এ দিন মহাকাল মন্দিরে পুজোও দেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক৷ মনোনয়ন জমা দেওয়ার আগে বিষ্ণুপ্রসাদ বলেন, আমি দলের বিরুদ্ধে নই। দল সংকল্প পত্রে লিখেছিল পাহাড়ের জন্যে স্থায়ী রাজনৈতিক সমাধান করবে। স্থায়ী সমাধান মানে পৃথক গোর্খাল্যাণ্ড রাজ্য। তা দল করেনি। দল পরিষ্কার করুক স্থায়ী রাজনৈতিক সমাধান মানে আলাদা রাজ্য নয়। ২৪ ঘন্টার মধ্যে পরিষ্কার করুক।” বিষ্ণুপ্রসাদ প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাঁকে কটাক্ষ করেছেন রাজু বিস্তা৷ দার্জিলিংয়ের সাংসদের দাবি, লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে ল়ড়ার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া উচিত বিষ্ণুপ্রসাদের৷