দেশ

দলত্যাগী মুকুল রায় কেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদে, হাইকোর্টে মামলা বিজেপি বিধায়কের

মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হল। মামলা করেছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। মামলাকারী বিজেপি বিধায়ক নিজের আবেদনে বলেছেন, মুকুলকে প্রার্থী করেনি বিজেপি। তাসত্ত্বেও কীভাবে তাঁকে চেয়ারম্যান পদে নিযুক্ত করা হল? মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার সিদ্ধান্তের প্রতিবাদে আগেই সরব হয়েছে বিজেপি। বিধানসভার অন্যান্য আটটি কমিটি থেকে ইস্তফা দিয়েছেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছিলেন, বিজেপি মুকুল রায়কে প্রার্থী করেনি। ক্ষমতার জোরে তাঁকে পিএসি চেয়ারম্যানের পদ দিয়েছেন অধ্যক্ষ। কারণ পিএসি চেয়ারম্যানের পদটি বিরোধী দলের কাউকে দেওয়াটাই বিধানসভার রীতি। নিজের আবেদনেও এই যুক্তিই দিয়েছেন কল্যাণীর বিজেপি বিধায়ক। তিনি আরও প্রশ্ন তুলেছেন, সরকারের বিভিন্ন খাতের খরচের হিসাবের উপরে নজর রাখেন পিএসি চেয়ারম্যান। সেখানে পিএসি চেয়ারম্যান শাসক শিবির থেকেই নিযুক্ত হলে হিসেবে গরমিল হলে তার দেখভাল হবে কী ভাবে? বিজেপি-র তরফে জানানো হয়েছিল, তাঁরা পিএসি চেয়ারম্যান পদে দলের বিধায়ক অশোক লাহিড়িকে চায়। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে। আগামী ৩০ জুলাই, শুক্রবার মামলার প্রথম শুনানি।