লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবির পর থেকেই প্রকাশ্যে চলে এসেছে অন্তর্কলহ ৷ আকারে-ইঙ্গিতে দলের বর্তমান নেতৃত্বকেই কাঠগড়ায় তুলেছেন বঙ্গ-বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ৷ বিজেপি কর্মীদের অনেকেই নেতৃত্বের সমালোচনা শুরু করেছেন ৷ এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির খারাপ ফল নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর কথায়, ‘‘ভালো হলে নিজেরা কৃতিত্ব নেন ৷ খারাপ হলে আমার ঘাড়ে চাপান ৷’’ যদিও দিলীপ ঘোষ হোক বা অন্য কেউ, এতদিন যাঁরা বঙ্গ বিজেপির নেতৃত্বের সমালোচনা করেছিলেন, তাঁদের কেউই সরাসরি শুভেন্দু অধিকারীর উপর দায় চাপাননি ৷ বুধবার সন্ধ্যায় নিউটাউনে নিজের বাড়িতে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করার সময় শুভেন্দুও কারও নাম করেননি ৷তিনি শুধু বলেছেন, ‘‘আমি কোনোদিন প্রকাশ্য়ে একটা কথাও বলিনি ৷ আমি ভারতীয় জনতা পার্টি করি, তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না ৷ কেউ তিরস্কারও দিতে পারে ৷ অনেকে অনেক কিছু পোস্টও করতে পারেন ৷ তির্যক মন্তব্যও করতে পারেন ৷ ভালো হলে নিজেরা কৃতিত্ব নেন ৷ খারাপ হলে আমার ঘাড়ে চাপান ৷ কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না ৷’’